বেবীসিড
বনর্নাঃ বেবিসিড হচ্ছে শিশুদের জন্য একটি হারবাল বরবর্দক
মেডিসিন,বেবিসিড শিশুদের দেহের কোষকলারে কাঠামো তৈরিতে এবং কোষের কার্য়ক্রম
নিয়ন্তনে অত্যান্ত কার্য়কারী। উপাদানঃ
প্রতি ৫ মিলি নিযার্সে রয়েছেঃ
অরবিন্দ ১৫.৭৩ মিঃ
গ্রাঃ
উশীর ১৫ .৬৭৩মিঃ
গ্রাঃ
ত্রিফলা ৪৭.১৯মিঃ
গ্রাঃ
যষ্টি মধু ১৫.৭৩মিঃ
গ্রাঃ
ও অন্যান্য সহযোগী উপাদান।
সূত্রঃ (অরবিন্দাসব) বাংলাদেশ জাতীয় আয়ূ্বের্দিক ফর্মূলারী।
কাযর্কারিতাঃ
শিশুর গ্রহনী (ডায়রিয়া), অরুচি, অজীর্ণ, কৃমি ওপুতনা রোগ (রিকেট) প্রমশক,
বল, পুষ্টি ও পাচকাগ্নি বধর্ক এবং রোগ প্রতিরোধ শক্তি বধর্ক।
সেবন মাত্রাঃ
শিশুঃ ৬ মাস বা তদুর্ধ ১/২ চা চামচ করে সকালে ও রাতে, ১ বছর বা তদুর্ধ
১ চা চামচ করে সকালে ও রাতে, ৩ বছর বা তদুর্ধ
১.১/২ চা চামচ করে সকালে ও রাতে, ৮ বছর বা তদুর্ধ ২ চা চামচ করে সকালে ও রাতে,
১২ বছর বা তদুর্ধ ৩ চা চামচ করে সকালে ও রাতে সমপরিমান পানি মিশিয়ে সেব্য অথবা চিকিৎসকের
পরামর্শে সেব্য।
সতকর্তাঃ সেবনের পূ্রবে বোতলটি ভালভাবে ঝাঁকিয়ে নিন। শীতল,শুষ্ক স্থনে ও শিশুদের নাগালের বাহিরে রাখুন। তলানী ও ভাসমান পদার্থ ভেষজের অংশ বিশেষ।
প্রস্তুতকারকঃরয়েল ল্যাবরেটরিজ (আয়ু) লিমিটেড
সাভার, ঢাকা, বাংলাদেশ।
|