ভেনোবেক্স প্রতি ৫ মিলি সিরাপ এ রয়েছেঃ অশ্বগন্ধা ০.২২ গ্রাম দ্রাক্ষা ( মনাক্ক) ০.২২ গ্রাম অর্জুনছাল ৪৩.৫৫ মিগ্রা. বিদারীকন্দ ৪৩.৫৫মিগ্রা. শ্বেতচন্দন ৪৩.৫৫মিগ্রা. ও অন্যান্য সহযোগী উপাদান। সূত্রঃ (ভীমরস) বাংলাদেশ জাতীয় আয়ূ্বের্দিক ফর্মূলারী। কাযর্কারিতাঃ অরুচি, ভিটামিন এ ও সি, শারীরিক বল, ইন্দ্রিয়ের শক্তি, মেধা ও বীর্যবর্ধক।
ব্যবহার বিধিঃ ১-২ চা চামচ দৈনিক ১-২ বার সমপরিমান পানি সহ আহারের পর সেব্য, অথবা চিকিৎসকের পরামর্শে সেব্য। সতকর্তাঃ শীতল,শুষ্ক স্থানে ও শিশুদের নাগালের বাহিরে রাখুন। সতকর্তাঃ সেবনের পূ্রবে বোতলটি ভালভাবে ঝাঁকিয়ে নিন। শীতল,শুষ্ক স্থনে ও শিশুদের নাগালের বাহিরে রাখুন। তলানী ও ভাসমান পদার্থ ভেষজের অংশ বিশেষ।
প্রস্তুতকারকঃরয়েল ল্যাবরেটরিজ (আয়ু) লিমিটেড
সাভার, ঢাকা, বাংলাদেশ।
|